দিল্লি, ২১ অগাস্ট: শিগগিরই কাজ শুরু করুন চিকিৎসকরা। দিল্লি (Delhi) এমসের চিকিৎসকের কাছে এমনই আবেদন করল এমস কর্তৃপক্ষ। রোগীরা যাতে সঠিক পরিষেবা পান, তার জন্যই চিকিৎসকরা (Kolkata Doctor Death) শিগগিরই কাজ শুরু করুন বলে আবেদন জানানো হয় এমসের তরফে। গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের উপর পাশবিক নির্যাতন চালানো হয়। নারকীয় অত্যাচারের পর ওই চিকিৎসককে খুন করা হয়। যে ঘটনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠতে শুরু করে গোটা দেশ। কর্মবিরতি চলতে শুরু করে দেশের একাধিক হাসপাতালে। যার জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে শুরু করে।
কাজ শুরুর জন্য দিল্লি এমসের চিকিৎসকদের আবেদন এমসের, দেখুন...
Director, All India Institute of Medical Sciences (AIIMS) appeals to the Resident Doctors of AIIMS New Delhi to resume their duties immediately so that patient care services are normalized. pic.twitter.com/4HS32d1QwB
— ANI (@ANI) August 21, 2024
আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital) সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) গ্রেফতার করা হয়। সেই সঙ্গে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। তবে ওই ঘটনায় সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।