প্রতীকী ছবি (Photo Credit: PTI)

থানে: ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বন্ধ হয়ে গেছে (Blocked) বলে ফোন করে জানিয়ে ছিল সাইবার প্রতারকরা (cyber fraudsters)। তারপর তারাই অ্যাকাউন্টটি ফের খুলে দেওয়ার আশ্বাস দিয়ে অ্যাকাউন্ট সম্পর্কিত গোপন তথ্য জেনে নিয়েছিল ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর (retired railway employee) কাছ থেকে। যার সাহায্যে অবসরের সময় প্রাপ্ত ৭ লক্ষ ৩৮ হাজার টাকা লুঠ করে নিল সাইবার প্রতারকরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) থানেতে (Thane)।

এপ্রসঙ্গে বুধবার পুলিশের তরফে জানানো হয়, গত ৪ তারিখ এক ব্যক্তি অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীকে ফোন করে বলে, তিনি বাধ্যতামূলক থাকা সত্ত্বেও কেওয়াইসি আপডেট করাননি তাই তাঁর অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। এরপর প্রতারকের কথা অনুযায়ী অ্যাকাউন্ট খোলার নামে একের পর এক নিজের ও স্ত্রী যৌথ অ্যাকাউন্টের গোপন তথ্য এমনকী এটিএমের পাসওয়ার্ডও দিয়ে দেন বৃদ্ধটি। তার কিছক্ষণ বাদেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ ৩৮ হাজার টাকা তুলে নিয়ে একটি ফিক্সড ডিপোজিট করে ফেলে প্রতারকরা।

এই বিষয়ে তথ্য প্রযুক্তি আইনের ৬৬সি ও ৬৬ডি ধারা অনুযায়ী অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তও চলছে। আরও পড়ুন: Holi 2023: 'দেশের জন্য প্রার্থনা', হোলিতে যোগে মগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল