Arvind Kejriwal (Photo Credit: ANI)

দিল্লি, ৭ মার্চ: ঘোষণা আগেই করেছিলেন। এবার সেই অনুযায়ী কাজ শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal )। দিল্লির মুখ্যমন্ত্রী ৭ মার্চ জানান, 'দেশের মানুষের ভাল-র' জন্য তিনি হোলির দিন পুজো করবেন। হোলিতে গোটা দিন ধরে পুজো করবেন এবং সেখানে সাধারণ মানুষ যাতে যোগ দেন, সেই আহ্বানও জানান কেজরি। সেই অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে যোগ শুরু করেন অরবিন্দ কেজরিওয়াল। আপের ট্যুইটারে হ্যান্ডেলে জানানো হয়, হোলিতে গোটা দিন ধরে যোগ করবেন অরবিন্দ কেজরিওয়াল। দেশের মানুষের ভালর কথা ভেবেই তিনি ওই কাজ করবেন বলে আপের তরফে জানানো হয়।

আরও পড়ুন: Arvind Kejriwal: দেশের মানুষের ভালর জন্য হোলিতে সারাদিন পুজো করবেন, জানালেন কেজরি

বুধবার যোগ শুরুর আগে অরবিন্দ কেজরিওয়াল রাজঘাটে যান এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। এরপরই তিনি যোগ শুরু করেন।

প্রসঙ্গত মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ  করেন, বর্তমানে যাঁরা ভাল কাজ করছেন, তাঁদেরই গ্রেফতার করা হচ্ছে। মঙ্গলবারের ঘোষণার পর বুধবার সকাল থেকে যোগ শুরু করেন দিল্লির মুখ্যমন্ত্রী।