দেশের মানুষ যাতে ভাল থাকতে পারেন, তার জন্য তিনি পুজো করবেন। রংয়ের উৎসবে গোটা দিন ধরে তিনি পুজো করবেন দেশের মানুষের ভালর জন্য। রংয়ের উৎসবের সকালে এমনই জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। হোলিতে (Holi) যে পুজো তিনি সারাদিন করবেন, সেখানে যাতে সাধারণ মানুষ অংশ নেন, সেই আবেদনও জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সম্প্রতি মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় গ্রেফতার করা হয় মণীশ সিসোদিয়াকে। গ্রেফতারির পর আপাতত দিল্লির তিহাড় জেলে রয়েছেন মণীশ। তিহাড়ে যাওয়ার আগে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন সিসোদিয়া। মণীশের পাশাপাশি দিল্লির মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন অন্য আর এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনও।
আরও পড়ুন: Delhi: আজ কোর্টে পেশ মণীশ সিসোদিয়া, নিরাপত্তার ঘোরটোপে সিবিআই দফতর
Delhi CM Kejriwal says he will do pooja the entire day on Holi for the country's betterment; asks people to join him
— Press Trust of India (@PTI_News) March 7, 2023