Photo Credit ANI

আর্মি রিসার্চ এন্ড রেফারেল হসপিটালের কমান্ডান্ট পদে যোগ দিচ্ছেন লেফ্টেন্যান্ট জেনারেল অজিত নীলাকান্তন। নতুন এই দায়িত্ব গ্রহণ করার আগে তিনি ছিলেন ডিরেক্টর অফ জেনারেল হসপিটাল সার্ভিসেস (আর্মড ফোর্সেস) পদে। ত্রিভান্দ্রম মেডিকেল কলেজের এই কৃতীকে ১৬ এপ্রিল ১৯৮৭ সালে কমিশনড করা হয় আর্মি মেডিকেল কর্পসে।

একনজরে দেখে নেওয়া যাক ওনার শিক্ষাগত যোগ্যতা, পুনে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে ইএনটিতে এমএস সম্পূর্ণ করেন তিনি। এর পাশাপাশি টাটা মেমোরিয়াল হাসপাতালে মাথা এবং ঘাড়ের  সার্জারিতে প্রশিক্ষন নেন তিনি।

কেরিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ডেপুটি কমান্ডান্ট আর্মি হাসপাতাল ( রিসার্চ এন্ড রেফারেল), কমান্ডান্ট, কমান্ডান্ট হাসপাতাল, (ইস্টার্ন কমান্ড)।

এছাড়া আর্মড ফোর্স হাসাপাতালের বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। পুনের আর্মড ফোর্স মেডিকেল কলেজের প্রফেসর এবং হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ কমেনডেশন এবং চিফ অফ আর্মি স্টাফ কমেনডেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।