নয়াদিল্লিঃ চামোলিতে (Chamoli) ধস (Landslide)। বিপদ টের পেয়ে যমোজ সন্তানদের নিয়ে বুকে জড়িয়ে ধ্বংসস্তূপের নীচে আটকে মা। চারদিন পর ওই অবস্থাতেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তিনজনের দেহ। জানা গিয়েছে, মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়ে বাড়িটি। দুই ছেলের বয়স ১০। বাড়িটি ভেঙে পড়তে দুই সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। যমজ সন্তানদের বুকে জড়িয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যু হয় তিনজনেরই। ধ্বংসস্তূপ থেকে ১৬ ঘণ্টা পর উদ্ধার হয় তিনজনের মৃত্যু হয়। গুরুতর চোট পান মহিলার স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
উল্লেখ্য, বুধবার মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে উত্তরাখণ্ড। দেরাদুনের পর চামোলিতে ধস নামে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে চামোলির বিস্তীর্ণ অংশ। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ছ'টি বাড়ি। পাশপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর হোটেল, দোকান ও জমি। এই ঘটনার পর থেকে নিখোঁজ প্রায় ১০ জন। ২ জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি লিখেছেন, "ভারী বৃষ্টির জেরে নন্দনগর নগর ঘাট এলাকার বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য।" মঙ্গলবারের বৃষ্টিতে ২১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮ জন উত্তরপ্রদেশের বাসিন্দা।
বিপদ বুঝে দুই সন্তানকে বুকে জড়িয়ে বাঁচার চেষ্টা করেছিলেন মা, ১৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে সেভাবেই উদ্ধার তিনজনের মৃতদেহ
In Uttarakhand's Chamoli district, rescuers found the body of a mother embracing her twin sons in their final moments after a landslide struck the region on Wednesday.#Uttarakhand #Chamoli #Landslide https://t.co/rsDSS0nnMT
— News18 (@CNNnews18) September 21, 2025