গত মঙ্গলবার কাশ্মীরের শ্রীনগরের গন্দবাল নৌগম এলাকায় ঝিলম নদীতে (Jhelum River) দুর্ঘটনার কবলে পড়েছিল একটি নৌকা। একটি অর্ধনিমিত সেতুর লোহার খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় নৌকাটি। সেই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসার ছাড়া হয়েছে। তবে নৌকার আর ৩ আরোহীর খোঁজ এখনও পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, গতকাল জোরকদমে উদ্ধারকাজ চলেছে। আজ সকাল থেকেও ফের উদ্ধারকারী দল জলে নেমে খোঁজার কাজ শুরু করেছে। কিন্তু এখনও কারোর দেহ উদ্ধার হয়নি। স্থানীয় প্রশাসনের নজরদারিতে চলছে উদ্ধার অভিযান। স্বাভাবিকভাবেই দুঃশ্চিন্তা শুরু হয়েছে নিখোঁজদের পরিবার ও পরিজনেরা।
#WATCH | J&K: Rescue and search operation underway in Gandbal Nowgam area of Srinagar. 3 people are still missing in the boat capsizing incident that occurred in Jhelum River yesterday.
According to DC Srinagar, Six bodies have been found so far. pic.twitter.com/K3ap6NRIJn
— ANI (@ANI) April 17, 2024
প্রসঙ্গত, গতকালের এই দুর্ঘটনায় ৩ জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। এছাড়া ৩৫-এর এক মহিলা এবং তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। বেঁচে নেই নৌকার মাঝিও। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।