Indian Family Dies In US (Photo Credit: X)

হায়দরাবাদ, ৮ জুলাই: মার্কিন মুলুকে (US) ভয়াবহ পরিণতি ভারতীয় পরিবারের (Indian Family)। ডালাসে ভয়াবহভাবে পুড়ে গেল এক ভারতীয় পরিবার। নিহতদের নাম শ্রী ভেঙ্কট, তেজস্বীনি এবং তাঁদের দুই ছোট সন্তান। হায়দরাবাদের (Hyderabad) শ্রী ভেঙ্কট এবং তাঁর স্ত্রী তেজস্বীনি সম্প্রতি আমেরিকায় যান। মার্কিন ভ্রমণের প্রথম পর্যায়ে আটলান্টায় যান তাঁরা। সেখানে তাঁদের পরিবার, পরিজনের সঙ্গে দেখা করে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। গত সপ্তাহ থেকে আটলান্টায় থেকে অবশেষে ডালাসে ফিরছিলেন শ্রী ভেঙ্কট এবং তাঁর পরিবার। ডালাসে ফেরার পথে হঠাৎ করেই উলটো দিক থেকে একটি গাড়ি হাজির হয় এবং ভেঙ্কটের গাড়ির সঙ্গে প্রবল ধাক্কা দেয় (Horrific Road Accident)।

রিপোর্টে প্রকাশ, দুর্ঘটনার গতি এত বেশি ছিল যে শ্রী ভেঙ্কট এবং তাঁর পরিবার যে গাড়িতে ছিলেন, সেটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ভেঙ্কটের গোটা পরিবার। শত চেষ্টা করেও তাঁদের বাঁচানো যায়নি। গাড়িটি যেমন পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ভেঙ্কটের পরিবারের ঝলসানো মৃতদেহ সেখান থেকে করা হয় উদ্ধার।

আরও পড়ুন: Indian Student Dies In Canada: হঠাৎ মৃত্যু তানিয়া ত্যাগির, ভারতীয় পড়ুয়াকে নিয়ে কানাডায় রহস্যের জাল

মৃতদেহ পুড়ে, ঝলসে যে বিভীষিকা তৈরি হয়, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর। মার্কিন প্রশাসনের তরফে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এ বিষয়ে।

২০২৪ সালের সেপ্টেম্বরেও এমন একটি ঘটনা ঘটে। যেখানে আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবন নামে বেশ কয়েকজন ভারতীয়র মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। সেবারও টেক্সাসে একটি মিনি ট্রাক ভারতীয়দের গাড়িতে গিয়ে ধাক্কা দেয় এবং চরম দুর্ঘটনা ঘটে যায়।

২০২৪ সালের অগাস্টে ভারতীয় বংশোদ্ভুদ দম্পতি এবং তাঁদের কন্যার মৃত্যু হয় টেক্সাসে। সেবারও পথ দুর্ঘটনায় চলে যায় ৩ জনের প্রাণ। তবে তাঁদের কিশোর ছেলের প্রাণ ওই সময় কোনওক্রমে রক্ষা পায়।

সবকিছু মিলিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় যেভাবে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এবং তার জেরে ভারতীয়দের মৃত্যু হচ্ছে, তা কার্যত চিন্তার বিষয়।