কানাডায় (Canada) মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার (Indian Students)। মৃতের নাম তানিয়া ত্যাগি (Tanya Tyagi Dies)। কানাডার (Canada) কালগারি বিশ্ববিদ্যালয়ে পাঠরত তানিয়া ত্যাগির মৃত্যু কীভাবে হল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তানিয়া ত্যাগির মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে তানিয়া পরিবারকে তদন্তের বিষয়ে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও জানানো হয় ভারতীয় কনস্যুলেটের তরফে। তবে কানাডার কালগারি বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তানিয়া ত্যাগির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলেও মনে করছেন অনেকে। প্রসঙ্গত তানিয়া ত্যাগির আগে সুদীক্ষা কোঙ্কনির মৃত্য়ু ঘিরেও ছড়ায় জল্পনা। ডোমিনিকান রিপাবলিক থেকে হঠাৎ করেই সুদীক্ষা কোঙ্কনি উধাও হয়ে যান। তারপর থেকে আর সুদীক্ষার কোনও খোঁঝ মেলেনি। ফলে সুদীক্ষা কোঙ্কনি কোথায় গেলেন, তা নিয়ে যেমন হইচই শুরু হয়, তেমনি এবার তানিয়া ত্যাগির মৃত্যু ঘিরেও শুরু হয়েছে চাঞ্চল্য।
কীভাবে মৃত্যু হল তানিয়া ত্যাগির, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য...
"We are saddened by the sudden demise of Ms. Tanya Tyagi, an Indian student at University of Calgary. The Consulate is in touch with the authorities and will provide all required assistance to the bereaved family. Our heartfelt condolences & prayers are with his family & friends… pic.twitter.com/W0Ahit8txb
— Press Trust of India (@PTI_News) June 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)