Jammu And Kashmir Search Operation (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২ ডিসেম্বর: জম্মু কশ্মীরের (Jammu And Kashmir)  পুঞ্চে (Poonch) সেনা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলার ঘটনায় ৫ জওয়ান শহিদ হন। পুঞ্চের দেরা কী গলি এলাকায় সেনা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, পরপর ৫ জওয়ান নিহত হন। যে ঘটনায় জল্পনা শুরু হলে, বিষয়টিকে পুলওয়ামা হামলার সঙ্গে তুলনা করেন বিরোধীরা। ৫ সেনা জওয়ানের যেভাবে প্রাণ যায়, তাতে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বলয়ের সমালোচনা করে বিরোধী শিবির।

আরও পড়ুন: Jammu And Kashmir: জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে বাহিনীর ভয়াবহ গুলির লড়াই, জ্বলল ২টি গাড়ি, শহিদ ৫ জওয়ান

শিবসেনা সংসদ সঞ্জয় রাউত শুক্রবার সুর চড়িয়ে বলেন, ২০১৯ সালে পুলওয়ামায় যেভাবে সেনা বাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা, এবারও সেই একইরকমভাবে  হামলা হয়। যার জেরে ৫ জওয়ানের প্রাণ যায়। পুলওয়ামায় যেভাবে সেনা কর্মীদের প্রাণ যায় ২০১৯ সালে, এবারও সেই ঘটনার 'পুরনাবৃত্তি' হল। ২০২৪ সালে কি পুলওয়ামা হামলার স্মৃতি মনে করিয়ে বিজেপি সাধারণ মানুষের কাছে ভোট চাইবে বলে প্রশ্ন করেন সঞ্জয় রাউত।

জঙ্গি হামলা রোধ করতে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি ঘটানো হয়। কিন্তু পুঞ্চে যে ঘটনা ঘটল, তাতে ৩৭০ ধারার অবলুপ্তি করে কেন্দ্রীয় সরকার কী ফল পেল বলে প্রশ্ন তোলেন  ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

গুলমা নবি আজাদ এবং মেহবুবা মুফতিও পুঞ্চ হামলার প্রবল সমালোচনা করেন।