নয়াদিল্লিঃ প্রয়াত পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা(Sharda Sinha)। ৭২ বছর বয়সে দিল্লির এইমসে(Delhi Aiims) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর জন্য প্রার্থনা কামনা করেছিলেন ছেলে অঙ্কুশ সিনহা। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে অসুস্থ ছিলেন তিনি। সেই সময় ম্যালিগন্যান্ট মেলোমা নামে একটি বিশেষ ধরনের ক্যান্সার ধরা পড়ে। এই ক্যানসার মূলত অস্থিমজ্জায় প্রভাব ফেলে। এই বিরল ক্যানসারের সঙ্গে লড়াই করে গিয়েছেন তিনি। গত বছর স্বামী ব্রজ কিশোর সিনহাকে হারিয়ে মন থেকে ভেঙে পড়েন গায়িকা। ধীরে-ধীরে বিছানা নিতে থাকেন। সঙ্গীত জগতে পা দেন অনেক ছোট বয়সে। মৈথিলী এবং ভোজপুরী ভাষায় গান গাইতেন তিনি। বিহারের লোকসঙ্গীতকে এক অন্য মাত্রা দিয়েছেন তিনি।‘বিহার কোকিলা’ নামেই পরিচিত ছিলেন। সঙ্গীতে তাঁর অবদানের জন্য পেয়েছিলেন পদ্মভূষণ পুরষ্কারও। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিহারে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুম, রাহুল গান্ধী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
চলে গেলেন পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা
Renowned folk singer Sharda Sinha passes away
Read @ANI Story | https://t.co/mH7xbqg1l1#ShardaSinha #ShardaShinha #chhathmahaparva #Chhath_singer pic.twitter.com/iIsNbvOKxz
— ANI Digital (@ani_digital) November 5, 2024