দিল্লি, ২০ অগাস্ট: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta Attack) উপর হামলার ঘটনায় শোরগোল শুরু হয়েছে। রেখা গুপ্তার উপর কেন হামলা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর (Delhi CM) উপর হামলায় অভিযুক্ত রাজেশ কিমজিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তবে গুজরাটের রাজকোটের বাসিন্দা রাজেশ (Rajesh Bhai Khimji) কেন দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হঠার হামলা চালান, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এসবের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি নয়া ভিডিয়ো সামনে আসে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজেশ কিমজিকে।
এমনকী হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে রাজেশ তাঁর উপর হামলা চালিয়েছেন, এমন নয়। ঘটনার একদিন আগে অর্থাৎ ১৯ অগাস্ট রাজেশ ভাইা কিমজি রেখা গুপ্তার শালিমার বাগ বাসভবনে প্রবেশ করেন।
রিক্সা থেকে নামতে দেখা যায় রাজেশ কিমজিকে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রিক্সা থেকে নেমে রাজেশ ঠিক কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি। তবে ১৯ অগাস্ট রাজেশ কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছে যান, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হাজির হন রাজেশ কিমজি...
#WATCH | CCTV visuals of the individual, identifying himself as Rajesh Khimji, as he did a recce of Delhi CM Rekha Gupta's Shalimar Bagh residence on 19th August.
The man has been nabbed by the Police after he attacked the CM today during Jan Sunvai.
(Video Source: Delhi CMO) pic.twitter.com/qQ3fecQGc1
— ANI (@ANI) August 20, 2025
প্রসঙ্গত মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী যখন বাসভবনে বসে জন শুনানি করছিলেন, সেই সময় হঠাৎ সেখানে হাজারি হন রাজকোটের বছর ৪১ বছরের বাসিন্দা। দিল্লিতে তিনি অটো চালান। মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে তাঁর দিকে একটি কাগজ এগিয়ে দেন রাজেশ। এরপর কাউকে কোনও সময় না দিয়েই রেখা গুপ্তাকে থাপ্পড় মারেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরেও রাজেশ টানেন।
ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা রাজেশকে গ্রেফতার করে। তারপর থেকেই শুরু হয়েছে রাজেশের জেরা এবং সেই সঙ্গে চলছে তদন্ত।