দিল্লি, ২০ অগাস্ট: মঙ্গলবার দিল্লিতে এক অদ্ভুদ এবং চমকে ওঠা ঘটনা ঘটে যায়। মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta Slapped, Attack) যখন নিজের বাসভবনে জন শুনানিতে সাধারণ মানুষের সুবিধা, অসুবিধার কথা শুনছিলেন, সেই সময় সেখানে এক ব্য়ক্তি হাজির হন। রাজেশ কিমজি নামে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর দিকে একটি কাগজ এগিয়ে নিয়ে যান। তারপর তাঁকে চড় মারেন এবং চুলের মুঠি ধরেও টানতে শুরু করেন।
রাজকোটের (Rajkot) বাসিন্দা রাজেশ কিমজি (Rajesh Bhai Khimji )নামে ওই ব্য়ক্তি কেন এই ধরনের ব্যবহার দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM) সঙ্গে করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ওই ঘটনার পর রাজেশ কিমজিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জেরা করছে পুলিশ। তবে এসবের মধ্যে রাজেশ কিমজির মা এক অদ্ভুদ দাবি করলেন।
শুনুন কী বললেন রাজেশ কিমজির মা...
Rajkot, Gujarat: Bhanuven, the mother of suspect accused of attacking Delhi CM Rekha Gupta during Jan Sunvai, says, "He had gone to Rajkot on Sunday. He has two sons in the family and drives a rickshaw. His mental health is unstable and he sometimes attacks anyone in the… pic.twitter.com/G0C2M3bq0m
— IANS (@ians_india) August 20, 2025
রাজেশের মা আরও বলেন, তাঁর ছেলে দিল্লিতে অটো চালান। তিনি মানসিক দিক থেকে স্বাভাবিক নন। তাই যে কোনও সময় তিনি যে কারও উপর হামলা করতে পারেন। তাঁকেও হঠাৎ করে ছেলের হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন ওই মহিলা। তবে পরিবারের বাইরে কখনও রাজেশ কারও ক্ষতি করেননি বলে জানান তাঁর মা।
রাজেশের মা আরও বলেন, তাঁর ছেলে পশু, পাখি ভালবাসেন। রাস্তার কুকুরদের খাওয়ান। পাড়া, প্রতিবেশীদের সঙ্গেও তাঁর ছেলের ভাল সম্পর্ক বলে দাবি করেন রাজেশ কিমজির মা।
রাজেশের মায়ের পাশাপাশি দিল্লিতে থাকা তাঁর প্রতিবেশীরাও ওই ব্যক্তির প্রশংসাই করেন। কখনও রাজেশ কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। তবে হঠাৎ করে এই ঘটনা কেন ঘটালেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।