Delhi Blast: দিল্লিতে ব্ল্যাক-মনডে। দেশের রাজধানী শহরের ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা চাঁদনি চক এলাকা। সোমবার সন্ধ্যায় হঠাৎই একটি গাড়ি বিস্ফোরণে উড়ে যায়। এরপর আরও অন্তত ৮টি গাড়িতে আগুন লাগে। এখনও পর্যন্ত দিল্লি বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু ও ২৫ জনের বেশি জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দিল্লি পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫২ মিনিটে, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি মারুতি সুজুকি ইকো গাড়ি ধীরে ধীরে লালবাতির দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময়ই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। বিস্ফোরণের পর দিল্লিতে চরম সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির পাশাপাশি মুম্বই, কলকাতা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও হরিয়ানায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
কী বললেন প্রত্যক্ষদর্শী
চাঁদনি চক এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণের ধাক্কায় সেখানের ৮টি গাড়ি আগুনে পুড়ে যায়। কয়েকটি গাড়ি ১৫০ মিটার পর্যন্ত দূরত্বে ছিটকে পড়ে। এমনকী রাস্তার ল্যাম্পপোস্টও ভেঙে পড়ে, আশপাশের দোকান ও কাঁচের দেওয়াল ভেঙে যায়। এক প্রত্যক্ষদর্শী জানালেন, "বিস্ফোরণটা এত জোরালো ছিল, মনে হচ্ছিল মাটিটাই দুলে উঠল। ভেবেছিলাম, আমি বোধহয় আর বাঁচব না।"
দেখুন ভিডিও
Visuals From Delhi Near Red Fort pic.twitter.com/CuUM8jjF6w
— OSINT J&K (@OSINTJKL) November 10, 2025
দেশজুড়ে জারি সতর্কতা
এর প্রভাব আজ সন্ধ্যা থেকে চাঁদনি চক বাজার মঙ্গলবার সারাদিন বন্ধ থাকবে। মৃতদেহ ও আহতদের LNJP ও RML হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়েছে। ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এটি কি পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা?তা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লালকেল্লার সামনে বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছেন, এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।