Heatwave (Photo Credit: File Photo)

রিও (ব্রাজিল), ১৮ মার্চ: ব্রাজিলের গরম একেবারে সব মাত্রা ছাড়িয়ে গেল। তীব্র দাবদাহে জ্বলছে পেলে, নেইমারদের দেশে রাজধানী রিও ডি ডেনিরো। রিওয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাডিয়েছে। কিন্তু সেখানকার গরম ওই তাপমাত্রার মাপকাঠিতে বিচার করা ভুল হবে। কারণ আদ্রতা সহ বেশ কিছু জিনিস বিচার করে গরমটা ঠিক কতটা গায়ে লাগছে তার বিচারে বা ফিল লাইক তাপমাত্রা রিও-তে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা বিচারে বড় মাপকাঠি 'এই ফিল লাইক'।

ধরা যাক কলকাতায় গরম পড়ল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শহরে আদ্রতার পরিমাণ এত বেশী যে সেই গরম অনুভব হওয়ার তাপমাত্রা হল ৪২ ডিগ্রি। তেমনই হয়েছে রিও-র 'ফিল লাইক' বা হিট ইনডেক্স তাপমাত্রা। গত ৪৯ বছরে রিও-তে এত গরম পড়েনি। ক্রমাগত গাছ কাটা, বনাঞ্চলে বড় বাড়ি তৈরি, রাস্কতায় মাত্রাতিরিক্ত গাড়ির কারণে রিও-তেএই গরম বলে মনে করা হচ্ছে।

দেখুন খবরটি

তীব্র গরমে রিও-তে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অসহ্য গরমের কারণে স্কুল, কলেজ, বেশ কিছু অফিস বন্ধ রাখা হয়েছে। তীব্র গরম থেকে কিছুটা বাঁচতে বিখ্যাত কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।