Reasi Terror Attack (Photo Credit: Twitter)

দিল্লি, ১২ জুন: রিয়াসিতে জঙ্গি হামলায় যে ৯ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে রয়েছেন দিল্লির যুবক সৌরভ গুপ্তা। যে সৌরভ স্ত্রী শিবানি গুপ্তাকে নিয়ে বৈষ্ণোদেবী দর্শনে যান। বৈষ্ণোদেবী দর্শনের পর সৌরভ এবং শিবানি যখন বাসে করে শিব খোরির পথে রওনা দেন, সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। যার জেরে চোখের সামনে স্বামী সৌরভকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন শিবানী। স্বামীর মৃত্যুতে হু হু করে কাঁদতে শুরু করেন শিবানী। ফলে তাঁকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখনও ফুঁপিয়ে কেঁদে চলেন। তাঁকে থামাতে পারছিলেন না বাড়ির লোকজনও। প্রসঙ্গত শিব খোরিতে জঙ্গি হামলার আগে সৌরভ সম্ভাব্য ঘটনা নিয়ে প্রত্যেককে সাবধান করছিলেন। জঙ্গিরা হামলা চালানোর কয়েক মুহূর্ত আগে সৌরভ বাসের মধ্যে থাকা প্রত্যেককে সতর্ক করছিলেন নিজের সাধ্যমত। তবে কিছু করতে পারেননি। জঙ্গিদের গুলিতে বাসের মধ্যেই বছর ২১-এর ওই যুবক মৃত্যুর কোলে ঢলে পরেন।

আরও পড়ুন: Reasi Terror Attack: তীর্থযাত্রীদের বাসে হামলা, রিয়াসিতে জঙ্গিরা গুলি চালিয়ে হত্যা করল ২ বছরের শিশুকেও

সৌরেভের বাড়ির লোক মনোজ গুপ্তা জানান, তাঁর ভাইপো বসেছিলেন বাস চালকের পিছনের আসনে। জানলা খোলা ছিল। জানলার পাশেই তিনি বসেছিলেন। ফলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে, শিবানী দৌঁড়ে পালিয়ে যান। কিন্তু সৌরভ নিজের প্রাণ বাঁচাতে পারেননি।