Chinnaswamy Stadium Stampede (Photo Credit: PTI/ X)

আইপিএল ২০২৫ জয়ের পরেও চিন্তার ভাঁজ আরসিবি কর্মকর্তাদের। গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের (Bengaluru Stampede Case) সামনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাতে ১১ জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন অনেকে। এই ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)। যেখানে দুর্ঘটনার জন্য সরাসরি বিরাট কোহলিদের আরসিবিকেই দোষী বলে দাবি করা হয়েছে। কারণ তাঁদের জন্যই এত মানুষ জমায়েত হয়েছিল সেদিন। এমনকী পুলিশকেও পর্যাপ্ত বন্দোবস্ত করার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

শুধুমাত্র আরসিবি কর্তৃপক্ষই দোষী!

ক্যাটের রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন যে বিশৃঙ্খলা হয়েছিল, তারজন্য প্রাথমিকভাবে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কর্তৃপক্ষই দায়ী। তাঁদের জন্যই ৩ থেকে ৫ লক্ষ মানুষ সেদিন স্টেডিয়াম চত্বরে জমায়েত করেছিল। স্থানীয় পুলিশের কাছ থেকে পর্যাপ্ত অনুমতি নেওয়া হয়নি। আচমকাই সামাজিক মাধ্যমে পোস্ট করে উৎসবের কথা ঘোষণা করা হয়। যার ফলেই এত মানুষ ভিড় করেছিল। ৪ জুন সময়ের অভাবের কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। কারণ পুলিশকে পর্যাপ্ত সময়ই দেওয়া হয়নি।

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুন ১৮ তম আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। এবারেই প্রথম বিরাট কোহলিরা কাপ জেতেন। যার ফলে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। বেঙ্গালুরুতে আসার পর রোড শো-এর মাধ্যমে কাপটি স্টেডিয়ামে নিয়ে যাওয়ার কথা ছিল আরসিবি কর্তৃপক্ষের। আর সেই কারণে স্টেডিয়াম চত্বরে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই শুরু হয় বিশৃঙ্খলা। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় পদপিষ্টের মতো ঘটনা ঘটে।