RBI (Photo Credit: PTI)

মৃত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকার সেটেলমেন্টের পদ্ধতি আর সরলীকরণ করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আর সেইজন্য আগামীদিনে আসবে নয়া পদ্ধতি। সেই কারণে গ্রাহকদের থেকেই মতামত চেয়েছে আরবিআই। গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করেই আগামী কয়েকমাসের মধ্যে নয়া নিয়ম জারি হবে সমস্ত ব্যাঙ্কে। আরবিআইয়ের তরফে বলা হচ্ছে, এই নিয়ম লাগু হলে মৃত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকার সেটেলমেন্ট আরও তাড়াতাড়ি হবে। আর তাতে সুবিধা পাবেন গ্রাহকদের পরিবার।

ফর্মপূরণ করে মতামত জমা দিতে হবে গ্রাহকদের

ইতিমধ্যেই "ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (ব্যাঙ্কের মৃত গ্রাহকদের ক্ষেত্রে দাবি নিষ্পত্তি) নির্দেশিকা, ২০২৫ নামে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৭ অগাস্টের মধ্যে গ্রাহকরা তাঁদের মতামত জানাতে পারবে। ব্যাঙ্কে গিয়ে বা ওয়েবসাইট থেকে একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে ২৭ অগাস্টের মধ্যে। এই মতামতের ওপর ভিত্তি করেই পরিবর্তন হবে নিয়ম।

কতদিনের মধ্যে হবে অ্যাকাউন্ট সেটেলমেন্ট

অ্যাকাউন্ট বা লকারের মৃত গ্রাহকের নমিনি থাকলে বৈধ নথিপত্র জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে করতে হবে সেটেলমেন্ট। তবে যদি কোনও অ্যাকাউন্টে নমিনি না থাকে তাহলে আইনি উত্তরাধিকারীরা অনেক অসুবিধার মধ্যে পড়েন। সেই অসুবিধা অনেকটাই এড়ানো যাবে এই নতুন নিয়মে। এছাড়া ক্লেম অ্যামাউন্ট ১৫ লক্ষ টাকার বেশি হলে কী কী আইনি নথি দিতে হবে, সেই সংক্রান্ত তালিকাও পরিবর্তন হতে পারে।