মুম্বই, ২৮ এপ্রিল: করোনাভাইরাস লকডাউনের প্রকোপে ভারতীয় অর্থনীতি ব্যাপক ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কর্মচারীরা পিএম কেয়ারস তহবিলে (PM CARES Fund) এক বা এক দিনের আরও বেশি বেতন দান করার সিদ্ধান্ত নেন। আরবিআই কর্মচারীদের দান করা মোট অর্থের পরিমাণ প্রায় ৭.৩০ কোটি টাকা।
আরবিআই এক বিবৃতিতে সমবেদনা জানিয়ে বলে, "রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কর্মচারীরা পিএম কেয়ারস ফান্ডে এক বা একাধিক দিনের বেতন দানের সিদ্ধান্ত নিয়েছে। যার অঙ্কটা দাঁড়ায় ৭.৩০ কোটি টাকা। এটি পিএম কেয়ারস ফান্ডে পাঠানো হচ্ছে।" এরই মধ্যে, এশীযয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) মঙ্গলবার জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ভারতকে দেড় বিলিয়ন ডলার অর্থ অনুমোদন করেছে। রোগের সংক্রমণ এবং প্রতিরোধের পাশাপাশি দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির সামাজিক সুরক্ষা হিসাবে তাত্ক্ষণিক অগ্রাধিকারগুলি সমর্থন করার লক্ষ্যে অনুমোদিত হয়েছে। আরও পড়ুন, ৯৩৪ জনের মৃত্যু ছুঁয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ১ হাজার ৫৪৩ জন, মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্ত ২৯ হাজার ৪৩৫
মিউচুয়াল ফান্ডের জন্য ৫০ হাজার কোটির সরলীকরণের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সেন্ট্রাল ব্যাংক এনিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু করেছে। লকডাউনের পরিস্থিতিতে দেশের আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এখন রেপোরেট ঠিক করতে ৯০ দিনের সময়সীমায় রেপো পরিচালনা করবে সেন্ট্রাল ব্যাংক। এই স্কিমের সুযোগ মিলবে ২৭ এপ্রিল অর্থাৎ আজ থেকে ১১ মে পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় মৃত ৬২ জন। নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন। সবমিলিয়ে মঙ্গলবার দেশে মোট করোনা রোগীর (COVID-19 cases) সংখ্যা ২৯ হাজার ৪৩৫। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে হাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩৪। মহামারী ভয়বহতায় ধারাবাহিক ভাবেই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।