আহমেদাবাদ, ২৭ জুন: আহমেদাবাদের রথযাত্রায় (Ahmedabad’s Jagannath Rath Yatra) ঘটে গেল দুর্ঘটনা। আহমেদাবাদে রথযাত্রা (Rath Yatra 2025) শুরু হল, হঠাৎ করে হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেখানে অঘটন ঘটে যায়। আহমেদাবাদের রথ যাত্রায় যখন পরপর ৩টি হাতি (Elephant) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেই সময় শুরু হয়ে যায় চিৎকার, চেঁচামেচি। ফলে মানুষ সেখান থেকে ছুটে পালাতে শুরু করেন। কী কারণে ওই ৩টি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে হাতি ৩টি নিয়ন্ত্রণ হারাতেই সেখান থেকে মানুষ ছুটে পালিয়ে যেতে শুরু করেন এক নিমেষের মধ্যে।
একাধিক সংবাদ সংস্থার তরফে সেই ফুটেজ শেয়ার করা হয়। যেখানে স্পষ্ট দেখা যায়, পরপর ৩টি হাতি ছুটে পালিয়ে যেতে শুরু করে রথযাত্রা শুরু হলে। যে ভিডিয়োগুলি আহমেদাবাদ থেকে ভাইরাল হতে শুরু করে সেখানে দেখা যায়, হাতিগুলি ভিড়ের দিকে ছুটে যেতে শুরু করে। ফলে মানুষ ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালাতে শুরু করেন।
দেখুন সেই ভিডিয়ো যেখানে হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে শুরু করে...
#RathYatra scare in #Ahmedabad: Elephant runs amok near Khadia, tranquilised and isolated; 17 others continue on route
Know more 🔗 https://t.co/XfEBYGmkHp#JagannathRathYatra pic.twitter.com/6WlZ4UwqRX
— The Times Of India (@timesofindia) June 27, 2025
শুত্রবার সকাল ১০.১৫ নাগাদ ওই ঘটনা ঘটে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সেখানে হাজির প্রত্যকের। ওই ঘটনার জেরে বেশ কিছু মানুষ হতাহত হন বলেও জানা যায়। সবকিছু মিলিয়ে আহমেদাবাদের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার চাঞ্চল্য।
রথযাত্রা উপলক্ষ্যে সৈকত শহর পুরী লোকে লোকারণ্য। কয়েক লক্ষ মানুষ হাজির হয়েছেন পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে। প্রত্যেকবারের মত এবারও তাই পুরী কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে।
পুরীর পাশাপাশি দিঘাতেও এবার রথের রশিতে টান পড়তে চলেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরেই রথের রশিতে টান পড়বে। ফলে হাজার হাজর মানুষ দিঘায় হাজির হয়েছেন রথযাত্রার সাক্ষী থাকতে।