বুধবার (৯ অক্টোবর, ২০২৪)-এ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন শ্রদ্ধেয় শিল্পপতি রতন টাটা । মৃত্যুর সময় টাটা গ্রুপের অনারারি চেয়ারম্যানের বয়স হয়েছিল ৮৬ বছর। প্রত্যেক ভারতীয়ের উপর তাঁর প্রভাব ছিল বিশাল। তাই তাঁর মৃত্যুতে আসমুদ্র হিমাচল শোকের আবহ।
প্রয়াত শিল্পপতির মৃত্যুতে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, " স্যার, আপনাকে সর্বদা এমন একজন ব্যক্তি হিসাবে মনে রাখা হবে যিনি সত্যিকারের যত্ন করেছিলেন এবং অন্যের উন্নতির জন্য তাঁর জীবন কাটিয়েছিলেন।"
কেএল রাহুল লিখেছেন, "আমাদের সবার জন্য আপনি একটি উদাহরণ। রেস্ট ইন পিস স্যার"
প্রাক্তন জাতীয় ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকার লিখেছেন -
In his life, and demise, Mr Ratan Tata has moved the nation.
I was fortunate to spend time with him, but millions, who have never met him, feel the same grief that I feel today. Such is his impact.
From his love for animals to philanthropy, he showed that true progress can… pic.twitter.com/SBc7cdWbGe
— Sachin Tendulkar (@sachin_rt) October 10, 2024
ভারতীয় দলের খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়াল লিখলেন
🙏Truly a legend
He accomplished more than anyone, and did so quietly—no PR, no fanfare. To me, that was his true greatness pic.twitter.com/PcHWGGLD46
— Mayank Agarwal (@mayankcricket) October 10, 2024