মুম্বই, ২৫ অক্টোবর: বুর্জ খালিফায় (Burj Khalifa) আঁকা হল রতন টাটার (Ratan Tata) ছবি? সিমি গ্রেওয়াল (Simi Garewal ) এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। যেখানে সিমি লেখেন, বুর্জ খালিফাও এবার রতন টাটাকে সম্মান জানাল। সিমির সেই ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। সিমি গ্রেওয়াল যে ছবি শেয়ার করেছেন, তা সত্যি নয়। ভাইরাল হওয়ায় 'ফেক' ছবি শেয়ার করেছেন সিমি। এমনই মত প্রকাশ করেন বহু মানুষ। পাশাপাশি একটু দেখে না নিয়ে, কেন সিমি গ্রেওয়াল হোয়াটস অ্যাপ থেকে পাওয়া ভাইরাল ছবি শেয়ার করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
সিমি গ্রেওয়ালের শেয়ার করা পোস্ট...
সম্প্রতি প্রয়াত হন রতন টাটা। বর্ষীয়ান শিল্পপতির মৃত্যুর পর পোস্ট শেয়ার করেন সিমি গ্রেওয়াল। জানা যায়, এক সময় রতন টাটার সঙ্গে বিশেষ বন্ধুত্ব ছিল সিমির গ্রেওয়ালের। তবে কোনও কারণে তাঁদের নতুন জীবন একসঙ্গে শুরু হয়নি। ফলে রতন টটার মৃত্যুর পর বন্ধুকে বিদায় জানান সিমি। যা দেখে অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে ওঠে।
রতন রতন টাটাকে নিয়ে পোস্ট শেয়ার করলে, কেউ কেউ সিমি গ্রেওয়ালকে খোঁচা দিয়ে ট্রোল করেন। যদিও ট্রোলের কোনও জবাব দিতে দেখা যায়নি বলিউডের এই জনপ্রিয় সঞ্চালককে।