নয়া দিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছে বিয়ের আসর। কি বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। ভারতের ইতিহাসে এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) বিয়ের আয়োজন করা হচ্ছে। সেই খবর চাওর হতেই এখন প্রশ্ন একটাই, কারা গাঁটছড়া বাঁধতে চলেছেন রাষ্ট্রপতি ভবনে? কোন দম্পতি সাতপাকে বাঁধা পড়ার জন্যে বিবাহ আসর বসাতে চলেছেন রাষ্ট্রপতি ভবনে?
জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুণম গুপ্তর (Poonam Gupta) বিবাহের জন্যে খুলে দেওয়া হল রাষ্ট্রপতি ভবনের ফটক। বর্তমানে পুনম রাষ্ট্রপতি ভবনেই পিএসও হিসাবে কর্মরত। পাত্র জম্মু-কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত, নাম অবনীশ কুমার। আগামী ১২ ফেব্রুয়ারি যুগলের চারহাত এক হতে চলেছে। সূত্রের খবর, পুনম এবং অবনীশের বিয়ের কথা পাকা হতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) নিজে রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন। পাত্র-পাত্রীর পরিবার এবং কাছের কিছু আত্মীয় পরিজনের দ্বারা আবৃত হয়ে চারহাত এক হবে পুনম এবং অবনীশের। জাঁকজমক নয়, বরং নিভৃতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।
তবে রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) বিয়ের আসর বসতে চলেছে শুনে বেশ অবাকই হয়েছেন বহু মানুষ। কারণ ভারতের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। তাও একজন সরকারি আধিকারিকের বিবাহের জন্যে রাষ্ট্রপতি ভবনের খটক খুলে দেওয়া হচ্ছে! রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, পুনমের কাজ এবং আচরণ, ব্যবহারে 'অত্যন্ত মুগ্ধ' রাষ্ট্রপতি। তাই পুনমের বিয়ের খবর জানতে পেরে নিজেই বিয়ের অনুষ্ঠানের জন্যে রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্স ব্যবহারের পরামর্শ দেন মুর্মু। যদিও রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।