Representational Image (Photo Credit: X)

Odisha Rape: ওডিশায় নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। গত ১৭ দিনে ওডিশায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটল। ক দিন আগেই গোপালপুর সমুদ্র সৈকত্যে এক তরুণীর গণধর্ষণের ঘটনা নিয়ে চমকে উঠেছিল দেশ, এবার ভালুখাই জঙ্গলের কাছে ছাগল চড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। এই গণধর্ষণ কাণ্ডে ভাজামন ভোই ও সুননন্দ পিহু নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জুন মাসের মাঝামাঝি থেকে বিজেপি শাসিত ওডিশায় একটার পর একটা ধর্ষণ-গণধর্ষণের ঘটনা সামনে আসছে।

গত মঙ্গলবার গাঞ্জাম জেলার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার দায়ে ২২ বছরের যুবকে গ্রেফতার করা হয়েছিল। গত ২৫ জুন গাঞ্জম জেলার এক ক্লিনিকে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়। দুটি ধর্ষণ কাণ্ডের তদন্ত চলছে।

একের পর এক ধর্ষণ কাণ্ডে ওডিশায় চাঞ্চল্য

সেইদিনই ওডিশার ময়ূরভঞ্জ জেলার এক স্থানীয় মন্দির থেকে ফেরার সময় এক অল্পবয়সী মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।  গত ১৯ জুন ময়ূরভঞ্জ জেলায় চার ব্যক্তিকে গণধর্ষণ করে ৩১ বছরের মহিলাকে। এই গণধর্ষণে কাণ্ডের একদিন আগে কেওনঝড় জেলার এক গ্রামের ধানের জমির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ১৭ বছরের এক তরুণীর দেহ। মৃতা মহিলার পরিবারের অভিযোগ তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। ১৫ জুন গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে ১০ জনকে গ্রেফতার করা হয়।