ইসলামী বিশ্বাস অনুসারে, রমজান ইসলাম ধর্মের অন্যতম পবিত্র মাস। এই পবিত্র মাসে রোজার পাশাপাশি মানুষ দিনরাত প্রার্থনা করে আল্লাহকে খুশি করার জন্য।রমজান মাসে ২৯ বা ৩০ দিন রোজা রাখার পর সকল মুসলমান ঈদ উদযাপনে মগ্ন হন। রমজানের ঈদকে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-ফিতর এবং ঈদ মেথি ঈদও বলা হয়।ঈদের উত্সবটি চাঁদ দেখার পরে উদযাপিত হয়, আর সেই অর্ধ চন্দ্র দেখার অপেক্ষায় সারা বিশ্বের মুসলমানরা অধীর আগ্রহে প্রতীক্ষা করে । রমজানের চাঁদ দেখা যাওয়ার পর রমজানের চাঁদ দেখার শুভেচ্ছা জানাতে আমরা নিয়ে এসেছি শুভেচ্ছা বার্তা।