জম্মু ও কাশ্মীরের রামবানে জোরকদমে চলছে উদ্ধারকাজ, তবুও এখনও জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। অগত্যা দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের গন্তব্যে পৌঁছেছেন বহু মানুষ। সোমবার সকাল থেকেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সংস্কারের কাজ চলছে, গতকালের অবিরাম বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ভূমিধসের পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জাতীয় সড়ক। কোথাও মাটির নীচে মিশে গিয়েছে গাড়ি, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে।
বলেন, "গতকাল এখানে মেঘ ভাঙনের ঘটনা ঘটেছে... আকস্মিক বন্যায় ৩৭টি বাড়ি এবং একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিশাল সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি হয়নি। বেশ কয়েকটি গবাদি পশুও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে... ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। পুনর্বাসনের কাজ চলছে এবং আমরা ওষুধ এবং খাবারের মতো প্রয়োজনীয় সকল জিনিস সরবরাহ করছি..."
রামবানের পরবর্তী পরিস্থিতি নিয়ে কী বললেন গুলের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদঃ
#WATCH | Ramban Landslide | Aftermath of flash floods that occurred in Ramban due to torrential rain on April 20.
As per SDM Gool, Imtiyaz Ahmed, the flash flood damaged 37 houses and a temple. Although there was a huge loss of property, no lives were lost. Rehabilitation is… https://t.co/ITd8sn59s9 pic.twitter.com/34SzqEAtQk
— ANI (@ANI) April 22, 2025
রামবানে ভূমিধসের কারণে জাতীয় সড়ক ৪৪ বন্ধ থাকায়, উধমপুরে সোমবার অসংখ্য যানবাহন আটকে পড়ে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ভূমিধসের কারণে বন্ধ থাকায় সকালে পায়ে হেঁটেই নিজের বিয়েতে পৌঁছন বর ও তাঁর পরিবারের সদস্যরা।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, "কিছু এলাকায়, বিশেষ করে জাতীয় মহাসড়কের কাছে অবস্থা খুবই খারাপ। উপ-মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে এবং রামবান ও বানিহালের বিধায়করা সেখানে উপস্থিত আছেন। মহাসড়কের সংস্কার কাজ চলছে। আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলেছি; এনডিআরএফও পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং অন্যান্য ত্রাণ তহবিলও ব্যবহার করা হবে যাতে মানুষ তাদের ক্ষতির ক্ষতিপূরণ পেতে পারে।"