বেঙ্গালুরু, ৮ এপ্রিল: রাম নবমীতে (Rama Navami) বন্ধ থাকবে মাংস বিক্রি। বেঙ্গালুরুর (Bengaluru) কোথাও রাম নবমীতে অর্থাৎ ১০ এপ্রিল কাঁচা মাংস বিক্রি করা যাবে না বলে সিভিক এজেন্সির তরফে জানানো হয়েছে।
Bengaluru civic agency prohibits animal slaughter, sale of meat on Sri Rama Navami on April 10
— Press Trust of India (@PTI_News) April 8, 2022
প্রসঙ্গত এর আগে নবরাত্রি উপলক্ষ্যে ২ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দক্ষিণ এবং পূর্ব দিল্লিতে কাঁচা মাংস বিক্রি করা যাবে না বলে নির্দেশ দেয় ওই দুই পুরসভা। যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার হামলায় 'ধ্বংসস্তূপ' চেরনিগিভ, ইউক্রেনের এই শহরে মৃত্যু কমপক্ষে ৭০০ জনের
দক্ষিণ এবং পূর্ব দিল্লিতে নবরাত্রি উপলক্ষ্যে মাংস বিক্রি বন্ধের নির্দেশের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া বলেন, তিনি দক্ষিণ দিল্লিতে থাকেন। মাংস খাওয়ার অধিকার যেমন দেশের সংবিধান দিয়েছে, তেমনি একজন মাংস বিক্রেতার অধিকারও রয়েছে এই দেশে। এর বেশি কিছু তিনি বলতে চান না বলে বিজেপি শাসিত ওই ২ পুরসভার বিরুদ্ধে তোপ দাগেন মহুয়া।