অযোধ্যা রাম মন্দির (ছবি:ANI)

নয়াদিল্লিঃ চলতি বছরের ২২শে জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হয়েছে রাম মন্দির (Ram Mandir)। জন্মভূমিতেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার (Ram Lala)। তবে সেই সময় মন্দিরের কাজ পুরোপুরি শেষ হয়নি। বাকি ছিল বেশকিছুটা অংশের কাজ। বর্তমানে জোরকদমে চলছে সেই কাজ। কবে শেষ হবে বাকি কাজ তা নয়ে ভক্তমনে জিজ্ঞাস্য ছিলই। অবশেষে সামনে এল সেই খবর। রামমন্দির কনস্ট্রাকশন কমিটির ( Ram Mandir Construction Committee) চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কাজ। তাঁর কথায়, "পরের মাসের মধ্যে একতলার মেঝের কাজ শেষ হয়ে যাবে। এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে দোতলার কাজ শেষ করার চেষ্টা করা হবে। আর আমরা আগামী বছরের মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলার লক্ষ্য নিয়েছি।" রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে মূর্তি এনে স্থাপন করা হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি বছরের ২২ শে জানুয়ারি এই মন্দির খোলার পর থেকে এখন পর্যন্ত ১.৭৫ কোটিরও বেশি ভক্ত রাম মন্দির দর্শন করেছেন। নৃপেন্দ্র মিশ্র বলেন, "প্রতিদিন গড়ে এক লাখ ভক্ত মন্দিরে আসেন। উদ্বোধনে পর থেকে প্রায় ১.৭৫ কোটি ভক্ত মন্দির পরিদর্শন করেছেন। এই মাসের শেষ নাগাদ এই সংখ্যা দুই কোটিতে পৌঁছাবে।" প্রসঙ্গত, কয়েকদিন এগে সামনে এসেছে এক খবর। উদ্বোধনের মাস ছয়েক যেতে না যেতেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। মন্দিরের প্রধান পুরোহিত জানান, বৃষ্টি হলেই ছাদ থেকে জল পড়ছে। মন্দিরের ছাদ থেকে জল পড়ায় বিস্মিত প্রধান পুরোহিত। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "খুবই আশ্চর্যজনক ঘটনা। সবে ছয় মাস হয়েছে উদ্বোধন হয়েছে মন্দির। এখনও এখানে কত ইঞ্জিনিয়ার রয়েছেন। কাজ করছেন। তা সত্ত্বেও কী করে এরকম হচ্ছে জানি না।"