কংগ্রেস সভাপতি খাড়গের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিতির জেরে এবার খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এবিষয়ে বলতে গিয়ে তিনি জানান,"তিনি নিশ্চয়ই ১০ নম্বর জনপথ এবং পরিবারের থেকে না যাওয়ার নির্দেশ পেয়েছেন,পরিবারের নির্দেশ ছাড়া তিনি কিছু করতে পারেন না, পরিবার নিশ্চয়ই বলেছেন যে যতদিন পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব না ততদিন আমরা ভারত এবং স্বাধীনতা দিবস পালন করব না,হয়তো তিনি ইতালিয়ান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছেন। "
লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরিবারতন্ত্র নিয়েও মুখ খুলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও চোখের সমস্যার কারণেই নাকি লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মল্লিকার্জুন খাড়গে, এমনটাই জানিয়েছেন তিনি।
#WATCH | On Congress president-LoP Rajya Sabha Mallikarjun Kharge not attending the #IndependenceDay event at Red Fort, Union MoS Rajeev Chandrasekhar says, "He must have got direction from the 10, Janpath and family to not go. He can't do anything without clearance from the… https://t.co/MWqYbJrIUn pic.twitter.com/jQ0X0Y3OCf
— ANI (@ANI) August 15, 2023