জয়পুর, ১১ জুলাই: ফের চড়কাণ্ড বিমানবন্দরে। ঘটনাস্থল এবার চণ্ডিগড় নয়, জয়পুর (Jaipur)। রাজস্থানের (Rajasthan) এই বিমানবন্দরে স্পাইসজেটের (SpiceJet) এক কর্মীর সঙ্গে সিআইএসএফের এক জওয়ানের বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় সিআইএসএফের সাব ইন্সপেক্টর গিরিরাজ প্রসাজ জানান, উপযুক্ত অনুমতি নেই বলে তিনি স্পাইসজেটের কর্মী অনুরাধা রানিকে 'ভেহিকেল গেট' দিয়ে যেতে দেবেন না। যা শুনে চটে যান সংশ্লিষ্ট বিমান সংস্থার ওই কর্মী। এরপর অনুরাধা রানি নামের ওই স্পাইসজেটের কর্মী কয়েক মুহূর্তের মধ্যে চড় মারেনসিআইএসএফ জওয়ানকে। যা দেখে সেখানে হাজির প্রত্যেকে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে এরপর অনুরাধা রানিকে সেখান থেকে সরিয়ে দেন সিআইএসএফের আর এক মহিলা জওয়ান। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে যায়।
দেখুন ভিডিয়ো...
STORY | SpiceJet employee slaps CISF man in argument over security check at Jaipur airport, arrested
READ: https://t.co/snXzE4ANsx
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/MdfwNVKtDA
— Press Trust of India (@PTI_News) July 11, 2024
সম্প্রতি চণ্ডিগড় বিমানবন্দরে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) চড় মারেন সিআইএসএফের মহিলা জওয়ান কুলভিন্দর কউর। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা আলটপকা কথা বলেছেন। এই অভিযোগে কুলভিন্দর কউর বিজেপি সাংসদ, অভিনেত্রীকে চড় মারেন বলে দাবি সিআইএসএফ জওয়ানের। যা নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়।
কঙ্গনাকে চড় মারায় কুলভিন্দর কউরকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে চণ্ডিগড় থেকে সরিয়ে কুলভিন্দরকে বেঙ্গালুরুতে (Bengaluru) স্থানান্তরিত করা হয়। তবে কুলভিন্দরের বিরুদ্ধে তদন্ত চলছে এখনও।