Representational Image (Photo Credits: IANS)

জয়পুর, ২২ ডিসেম্বর:  রাজস্থানের (Rajasthan) প্রাক্তন বিধায়ক তাঁকে ধর্ষণ (Rape)করেছে। এরপর  নির্যাতনের ভিডিয়ো রেকর্ড করা হয়। এবার এমনই অভিযোগ করলেন এক মহিলা। এমনকী, নির্যাতনের পর তাঁর কিশোরী কন্যাকেও হেনস্থা করা হয়েছে ২ বছর আগে। ২ বছর পর যোধপুরের রাজীব গান্ধী নগর থানায় দায়ের করা হয় অভিযোগ। পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ, ঘটনার দিন ৯ জন মিলে তাঁর উপর অত্যাচার চালিয়েছে। যাদের মধ্যে বারমেড়ের বিধায়ক মেভারাম জৈন (বর্তমানে প্রাক্তন) এবং আরপিএস অফিসার আনন্দ সিং রাজপুরোহিতও ছিল। মহিলার অভিযোগের পরপরই মেভারাম জৈন-সহ আরও ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার দাবি, ২০২১ সাল মেভারাম জৈন তাঁর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মেভারাম জৈনের সঙ্গে ওই মহিলার পরিচয় করিয়ে দেয় রাম স্বরূপ নামে এক ব্যক্তি। রাম স্বরূপও তাঁকে গত ৫ বছর ধরে শারীরিকভাবে নির্যাতন করছে বলে অভিযোগ।

বাবার অসুস্থতার জেরে বাড়মেড়ের বাসিন্দা রাম স্বরূপে দ্বারস্থ হন ওই মহিলা। রাম স্বরূপ তাঁকে সাহায্যের আশ্বাস দেয়। এরপর সুযোগ বুঝে রাম স্বরূপ তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর রাম স্বরূপই তাঁকে মেভারাম জৈনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর জৈনের ফ্ল্যাটে ক্রমাগত তাঁর উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই মহিলা যাতে নতুন নতুন মুখ এনে হাজির করেন, সে বিষয়েও তাঁকে জোর দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের হাত থেকে রক্ষা পায়নি ওই মহিলার মেয়েও। এমন অভিযোগ করায় হতবাক পুলিশও।

ওই মহিলা যাতে এ বিষয়ে মুখ খুলতে না পারেন, তার জন্য তাঁর ভিডিয়ো রেকর্ড করা হয়। সাদা কাগজে বয়ানও লিখিয়ে নেওয়া হয় বলে দাবি নির্যাতিতার।

এদিকে রাম স্বরূপও ২০২২ সালে একট অভিযোগ দায়ের করে। যেখানে তাঁকে ব্ল্যাকমেইল করে ৫০ লক্ষ টাকার জন্য ৫ মহিলা চাপ দিচ্ছে বলে দাবি করা হয়।