School Roof Collapses (Photo Credit: X/PTI)

জয়পুর, ২৫ জুলাই: শুক্রবার সকালে ভয়াবহ ঘটনা। স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ৪ পড়ুয়ার। ঘটনাস্থ রাজস্থানের (Rajasthan) ঝালওয়ার। যেখানে স্কুলের ছাদ ধ্বসে পরপর ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। খবর পেতেই তড়িঘড়ি সেখানে পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছে যান। আপাতত ঝালওয়ারের ওই স্কুলে (Jhalawar School Roof Collapses) জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে।

রিপোর্টে প্রকাশ, ঝালওয়ারের পিপলডি স্কুলের ছাদ হঠাৎ করে শুক্রবার সকালে ধসে পড়ে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। সেই সঙ্গে ৪ জনের মৃত্যুর খবর মেলে। ঝালওয়ারের জেলাশাসক এবং পুলিশ সুপার দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

দুর্ঘটনার পরপরই প্রশাসনের তরফে বুলডোজ়ার নিয়ে যাওয়া হয়। আপাতত বুলডোজ়ার দিয়েই সমস্ত ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালওয়ারে স্কুলের ছাদ ধসে যাওয়ার ঘচনায় ১৭ জন পড়ুয়া আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং শুরু হয়েছে চিকিৎসা।

দেখুন কীভাবে স্কুলের ছাদ ধসে পড়ে মুহূর্তে...

 

হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত পড়ুয়াদের...

 

স্কুলের ছাদ যে অংশে ধসে পড়েছে, সেখানে কোনও পড়ুয়া বা অন্য কেউ ফেঁসে রয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।