মণিপুরে নারীদের ওপর অত্যাচার নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার মোড় নিল রাজস্থানে।সম্প্রতি বিধানসভায় নারীদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র সিং গৌড়া। তাঁর এই প্রতিবাদের জেরে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের ওপর। গতকালই এই বিষয় নিয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন বরখাস্ত হওয়া এই কংগ্রেস বিধায়ক। তিনি যে কোন দোষ করেননি বিষয়টি তুলে এই বিষয়টিও উপস্থিত সাংবাদিকদের জানান তিনি। তাঁকে বরখাস্ত করার আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলতের পদত্যাগ করা উচিত বলেও জানিয়েছিলেন তিনি।এতদিন কিছু বলতে না পারলেও এখন তিনি স্বাধীন এবং এই বিষয় নিয়ে বলতে পারবেন বলে জানান রাজেন্দ্র সিং গৌড়া।
ঠিক তার পরের দিন এক ধাপ এগিয়ে এসে আরও বিষ্ফোরক মন্তব্য করে বসলেন এই বিধায়ক। নিজের পাশাপাশি রাজস্থানের কংগ্রেস নেতা মন্ত্রীদের ডিএনএ এবং নার্কো টেস্ট করার আবেদন জানালেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানান তিনি।
সংসদে নারী নির্যাতন ইস্যুতে পীযূষ গোয়েল জানিয়েছেন, ১৭৭ টি নোটিশে ছত্তিশগড় এবং রাজস্থানে হওয়া মহিলাদের ওপর অত্যাচার নিয়ে আলোচনা করতে রাজি রয়েছে কেন্দ্র।ভারতের যে কোন জায়গায় নারীদের ওপর হওয়া অত্যাচার নিয়ে আলোচনা করতে রাজি রয়েছে কেন্দ্র বলে জানান তিনি।
#WATCH | Sacked Rajasthan minister Rajendra Singh Gudha, says "I demand that DNA test and Narco test of the Congress leaders should be conducted, including me" (24.07.2023) pic.twitter.com/C0OckD6pOo
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 25, 2023