
সম্প্রতি রাজস্থানের (Rajasthan) গঙ্গৌরা গ্রামের ভরতপুর থেকে গ্রেফতার করা হয়েছিল বছর ৩২-এর কাসিম নামে এক যুবককে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। বর্তমানে সে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হেফাজতে রয়েছে। তাঁকে জেরা করে এবং তাঁর নথিপত্র খতিয়ে দেখে তদন্তকারীদের হাতে উঠে আসে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কাসিম কমপক্ষে ২ বার পাকিস্তান যাত্রা করেছে। যার মধ্যে দ্বিতীয়বার সে সফরটি ছিল, তা পহেলগাম হামলার ঠিক একমাস আগে।
পাকিস্তানে সিম পাচার করত কাসিম
জানা যাচ্ছে, প্রথমবার সে ২০২৪-এর অগাস্ট মাসে পাকিস্তানে গিয়েছিল। এবং তারপর চলতি বছরের মার্চ মাসে সে একবার গিয়েছিল। এমনকী আইএসআই এজেন্টদের সঙ্গেও দেখা করত সে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৯০দিন পাকিস্তান থেকেছে সে। শুধু তাই নয়, ভারতীয় সিম পাকিস্তানে পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সেই সিমগুলি যেত পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভসের আধিকারিকদের কাছে। এমনকী ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে ওই সিম পাকিস্তানে ব্যবহার করার প্রমাণও মিলেছে।
ভারতীয় নম্বর ব্যবহার হত পাকিস্তানে
সূত্রের খবর, পাকিস্তানে পাঠানো ওই সিমগুলির মাধ্যমে হোয়াটসঅ্যাপের মতো প্লাটফর্মের মাধ্যমে ভারতীয় সেনা বাহিনী ও সরকারি দফতরের গোপন, সংবেদনশীল তথ্য পাচার করার মতো গুরুতর অভিযোগ উঠছে কাসিমের বিরুদ্ধে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এখনও এই বিষয়গুলি নিয়ে আরও গভীরে তদন্ত চলছে।