Photo ANI

ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ মহড়া শুরু হতে চলেছে রাজস্থানে। আগামী ২ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী অবধি চলবে এই যৌথ মহড়া। ডেজার্ট সাইক্লোন ২০২৪ (Desert Cyclone 2024) নামের এই মহড়াতে শহরে অপারেশনের ক্ষেত্রে এক অপরের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে কিভাবে লড়া যায় সেই উদ্দেশ্যেই এই মহড়া।

বিষয়টির বিবৃতি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলেও দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে যৌথ মহড়ার পাশাপাশি, সামরিক অস্ত্রের উন্নতিকরন, নৌবাহিনী মহড়া, জেট ট্রেনিয়ের ক্ষেত্রে সহযোগীতা প্রদানের মত বিষয় একই সঙ্গে করা হবে ।

প্রথম ভারত সংযুক্ত আরব আমিরশাহীর যে যৌথ মহড়া তা দেখা গিয়েছিল তা, সেপ্টেমবরে ২০০৮ সালে আবু ধাবিতে। এছাড়া আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়া আর্ন্তজাতিক অস্ত্র প্রদর্শনীরও ভারত অন্যতম অংশগ্রহনকারী হিসেবেও পরিচিত।

দুই দেশের এই যৌথ মহড়া ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সামরিক ক্ষেত্রকেও মজবুত করবে বলে মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা।