নির্বাচনের আগে রাজস্থানের ঝুনঝুনে আসছেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। ২৫ নভেম্বরের নির্বাচনের আগে একটি ক্যাম্পেনে যোগ দিতে রাজস্থানে আসছেন তিনি। এই ক্যাম্পেনের মধ্যেই রাজস্থানের মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করবেন তিনি।
তাঁর এই সফরের মধ্যে এআইসিসির তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিসরাম ওলার মূর্তি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবারে রাজস্থানের দাউসায় ক্যাম্পেনে এসেছিলেন তিনি। সেখানে তিনি জানিয়েছিলেন, "এখানে আপনাদের রাজ্য কংগ্রেসের সরকার রয়েছে। আপনি যদি বিগত ৫ বছরের যাত্রা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাজস্থান সরকার আপনাদের জীবনযাত্রাকে আরও সহজ করে দিয়েছে। নেতারা যারা চাই এই দেশে এবং রাজ্যে এগিয়ে যাওয়া উচিত।তারা শুধু নিজেদের দিকেই দেখে না তারা মানুষের জন্য কি ভাল সেটাও দেখে। "
সেদিনের সেই সভায় বিজেপিকে নিশানা করে তিনি জানান, এখানকার বিরোধীরা শুধুমাত্র তাদের এবং তাদের শিল্পপতি বন্ধুদের কথা ভাবে।আগামী ২৫ শে নভেম্বর রাজস্থানে নির্বাচন তার আগে শাসক থেকে বিরোধী সবাই নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী।
Rajasthan: Congress leader Priyanka Gandhi's Jhunjhunu visit today, likely to make big announcements for women
Read @ANI Story | https://t.co/D2AdRFz5gs#Congress #priyankagandhi #RajasthanElections2023 pic.twitter.com/jPKSeEkFp7
— ANI Digital (@ani_digital) October 25, 2023