Sachin Pilot Photo Credit: Twitter@ANI

বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেসের। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই মরুরাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে শচিন পাইলটের লড়াই চরমে উঠতে শুরু করেছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে অনশনে বসছেন রাজেশ পাইলটের পুত্র। রবিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আগামী মঙ্গলবার একদিনের অনশনে বসবেন তিনি।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের মুখ্যমন্ত্রীর প্রতি যে তাঁর আস্থা নেই, তা বোঝাতেই অনশনের রাস্তা বেছে নিয়েছেন শচীন পাইলট।

গেহলটের কাজ নিয়ে প্রশ্ন তুলে পাইলট বলেন -২০১৮ সালের বিধানসভা ভোটের সময় বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। প্রায় পাঁচ বছর হতে চলল, সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। মদ মাফিয়া, খনি মাফিয়া এবং জমি হাঙরদের বিরুদ্ধে এক ইঞ্চি ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের সাধারণ মানুষের কাছে তাহলে কোন মুখ নিয়ে আমরা ভোট চাইতে যাব? বসুন্ধরা রাজের সরকারের সময়ে হওয়া দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে। তাই এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল শহীদ স্মৃতিসৌধে আমি একদিনের অনশনে যাব। যে কাজগুলো আমাদের সরকার এখন পর্যন্ত করতে পারেনি, সেগুলো পালন ও করার জন্যই এই উপবাস করতে চলেছি আমি।

দেখুন সেই সাংবাদিক সম্মেলন-