জয়পুর: কিছুদিন বাদেই হবে রাজস্থানের বিধানসভা নির্বাচন (upcoming assembly polls in Rajasthan)। তার আগে শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যে নতুন ১৯টি জেলা (new districts) তৈরির কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Chief Minister Ashok Gehlot)। এর ফলে রাজস্থানের মোট জেলার সংখ্যা বেড়ে হল ৫০। জেলা ছাড়াও শুক্রবার নতুন করে আরও তিনটি ডিভিশন (new divisions) তৈরির কথা জানান মুখ্যমন্ত্রী।
এপ্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যে নতুন কিছু জেলা তৈরির দাবি জানানো হয়েছিল আমাদের কাছে। এরপরই এই সংক্রান্ত প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলাম আমরা। সেই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল। তার ভিত্তিতেই আমি এখন রাজ্যে নতুন জেলাগুলি তৈরি করার কথা ঘোষণা করছি।"
এছাড়া শুক্রবার রাজ্যের সেচ ব্যবস্থা আরও উন্নত করার জন্য এবং খাল ও জলাধারগুলি থেকে জলের অপব্যবহার রুখতে তাঁর সরকার বিভিন্ন প্রকল্পে ৩৭ কোটি টাকা বরাদ্দ করেছেন বলেও জানান অশোক গেহলট। এর মধ্যে বানসওয়ারা জেলার কাগডি ড্যামকে নতুন করে সাজাতে ১০ কোটি টাকা খরচ হবে। আর গজধরপুরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জয়পুরের কালওয়াদ তেহশিলের কালাখা ড্যাম পর্যন্ত খাল কাটার জন্য ১১ কোটি ৭৩ লক্ষ টাকা খরচ হবে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে। আরও পড়ুন: Karnataka: স্কুলের 'সাথী', ভরসার অটো চালকের হাতেই শিশুর যৌন নিগ্রহ, অভিযোগ
#WATCH | Rajasthan CM Ashok Gehlot announces the formation of new districts in the state; says, "...With the formation of 19 new districts, the state now has a total of 50 districts." pic.twitter.com/Fq7XQWdLYO
— ANI (@ANI) March 17, 2023