দেশের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবার হলেন রাজ্যের মন্ত্রী। রাজস্থানের মন্ত্রী হিসেবে শপথ নিলেন অলিম্পিক পদকজয়ী শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর। মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য রাজ্যবর্ধনকে রাজস্থান বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। জয়পুর গ্রামীন কেন্দ্র থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জেতেন রাজ্যবর্ধন। সাংসদ থেকে বিধায়ক হয়ে এবার রাজ্যের মন্ত্রী হলেন অলিম্পিক পদকজয়ী দেশের প্রথম শুটার।
২০১৪ লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব ছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। এরপর রাজ্যবর্ধনকে ২০১৮ সালে কেন্দ্রীয় যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেন নরেন্দ্র মোদী। কিন্তু ২০২০ সালে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সম্প্রসারণে মন্ত্রী হিসেবে বাদ পড়েন তিনি। এরপর চলতি বছর রাজস্থান বিধানসভায় তাঁকে প্রার্থী করে জিতিয়ে আনল দল।
২০০৪ এথেন্স অলিম্পিকসের ডবল ট্রাপ শুটিং-এ রুপো জেতেন রাজ্যবর্ধন।
দেখুন খবরটি
Rajasthan Cabinet expansion: BJP MLA Rajyavardhan Rathore takes oath as a cabinet minister#RajasthanCabinetExpansion#RajyavardhanRathore#CabinetMinister#RajasthanGovernmentpic.twitter.com/bhHul8k6sU
— First India (@thefirstindia) December 30, 2023
জল্পনা ছিল রাজ্যবর্ধনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু ভজন লাল শর্মাকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় বিজেপি। রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১১৫টিতে জিতে ক্ষমতায় আসে বিজেপি।