Sachin Pilot Photo Credit: Twitter@ANI

নির্বাচনের আগে রাজস্থানের চিত্তোরগড়ের (Chittorgarh) একটি অনুষ্ঠানমঞ্চ থেকে কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কড়া জবাবের এবার প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা সচিন পাইলট।

প্রধানমন্ত্রী মোদীর সফরকে বেশি রাজনৈতিক এবং কম প্রসাশনিক বলে জানান তিনি।

টং এর বিধায়ক সচিন জানান, "মানুষ জানেন বারবার রাজস্থান আসার কারণ কি। যদি ৮ কোটি রাজস্থানীর বিষয়ে উদ্বেগ থাকত তাহলে ২৫ টি সাংসদ থাকত।কিন্তু এখনও রাজস্থানের মানুষের ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়ার কোন প্রচেষ্টাই করা হয়নি। প্রত্যেকেই জানেন তাদের পরিদর্শন বেশিরভাগ রাজনৈতিক এবং কমই প্রশাসনিক। "

এছাড়া তিনি আরও জানান যে  "তাঁরা শুধুমাত্র এখানে ক্যাম্পেন করার জন্য আসছেন। এবং তাঁদেরকে প্রচার করতে হবে কেননা তারা রাজস্থানের নেতাদের সমর্থন পাননি।তাই দিল্লির নেতাদের দিয়ে কাজ করাতে হচ্ছে তাঁদের। আমরা যে ধরনের খবর পাচ্ছি।এটা মনে হচ্ছে যে রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গনাতেও সরকার গঠন করবে কংগ্রেস। এবং তিন দশক ধরে চলে আসা রাজনৈতিক ট্রেন্ডকে পরিবর্তন করবে এবং আবার রাজস্থানে সরকার গঠন করবে।"

চিত্তোরগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমন করেন। যেখানে দুর্নীতি থেকে মহিলাদের ওপর আক্রমন নিয়ে কংগ্রেস সরকারকে বিঁধতে দেখা যায় তাঁকে।দুর্নীতি থেকে মহিলাদের ওপর অত্যাচার সব বিষয়েই যে রাজস্থান এগিয়ে রয়েছে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। এবং বিজেপি সরকার এলে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে নজর দেওয়ার কথাও জানান তিনি।

এবছরের শেষের দিকে রাজস্থান সহ আরও ৪ টি রাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রচারে এসে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।