Asaduddin Owaisi (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপি-কে সুবিধা করে দিতে তেলেঙ্গনার বাইরে তিনি সব জায়গায় ভোটে লড়েন। এআইএমআইএম বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি-র বিরুদ্ধে এমন অভিযোগ বারবার ওঠে। পশ্চিমবঙ্গে লড়ে কোনও ফল না পেলেও উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে ওয়েইসি-র দলের কারণে বেশ কয়েকটি আসনে সুবিধা হয়েছে বিজেপির। এবার ওয়েইসি-র ঘোষণা আগামী বছর রাজস্থান বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

কংগ্রেস শাসিত অশোক গেহলেটের রাজ্যের ২০০টি আসনের সব কটিতেই প্রার্থী দিচ্ছে AIMIM, এমন ঘোষণা এখন থেকেই করে দিলেন ওয়েইসি। এমনকী এখন থেকেই তিনি নিয়মিত রাজস্থানে প্রচারে যাবেন বলে জানালেন মিম প্রধান। আগামী বছর রাজস্থান বিধানসভায় জোর লড়াই কংগ্রেস ও বিজেপি-র মধ্যে। আরও পড়ুন-সংস্কৃতকে জাতীয় ভাষা ঘোষণার দাবি খারিজ সুপ্রিম কোর্টে

দেখুন টুইট

নিশ্চিতভাবেই কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে ময়দানে নামবেন ওয়েইসি। পাশাপাশি তিনি প্রচারে নামা মানেই ধর্মীয় মেরুকরণ তীব্র হওয়া, যার সুফলও বিজেপি পাবে।