রাজস্থানের প্রতাপগড়ে মহিলাকে নগ্ন করে গ্রামে ঘোরানোর ঘটনায় আটক করা হয়েছে আটজনকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একটি মেয়েক নগ্ন করে ঘোরানোর ছবি দেখানো হয়। সেই ছবি সামনে আসতেই বিতর্কের সূত্রপাত।
ঘটনার কথা জানতেই রাজস্থান সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। ঘটনার নিন্দা করেছে ন্যাশন্যাল কমিশন ফর উইমেন। দোষীদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত।
ঘটনার নিন্দা জানিয়ে রাজস্থান সরকারের ঘাড়ে দোষ চাপিয়েছে বিজেপি।প্রত্যেকদিন মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে থাকে ।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই যে মহিলার নিরাপত্তা এই রাজ্যে বিঘ্নিত হচ্ছে। রাজস্থানের মানুষ এই সরকারকে শিক্ষা দেবে।
After the #RajasthanPolice detained eight accused in connection with the case in which a woman was paraded naked in #Pratapgarh district, Rajasthan Chief Minister #AshokGehlot said that the culprits will be punished in the fast track court. pic.twitter.com/kx0Pl6Wci1
— IANS (@ians_india) September 2, 2023