গুয়াহাটি, ৩ জুলাই: ফের বিতর্ক শুরু হয়েছে রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi) খুনের মামলায়। রাজা রঘুবংশীর তুতো বোন সৃষ্টি রঘুবংশীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সৃষ্টি রঘুবংশী যখন অসমের মন্দিরে 'নরবলি' (Human Sacrifice) প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেন, সেই সময় গুয়াহাটি পুলিশের অপরাধ দমন শাখার তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়। রাজা রঘুবংশী মামলায় সম্প্রতি টেলিভিশনের সঞ্চালিকা সৃষ্টি অসমের কামাখ্যা (Kamakhya Temple) মন্দিরে 'নরবলির' প্রসঙ্গ তোলেন। এরপরই গুয়াহাটি পুলিশের (Assam Police) অপরাধ দমন শাখার তরফে সৃ্ষ্টিকে নোটিশ পাঠানো হয়। কামাখ্যা মন্দির প্রসঙ্গে এহেন মন্তব্যের অভিযোগেই সৃষ্টি রঘুবংশীকে নোটিশ পাঠানো হয় অসম পুলিশের তরফে।
আরও পড়ুন: Meghalaya Murder: খুনি স্ত্রী, রাজাকে মারতে ভাড়াটে গুন্ডাদের নিয়েই মেঘালয়ে যায় সোনম, ভাইরাল ভিডিয়ো
সৃষ্টি রঘুবংশী একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা। রাজা রঘুবংশীর খুনের ঘটনায় যখন তোলপাড় হয়ে যায় গোটা দেশ, সেই সময় সৃষ্টি রঘুবংশীকে ওই ধরনের মন্তব্য করতে শোনা যায়।
সম্প্রতি হানিমুনে গিয়ে খুন হয়ে যান রাজা রঘুবংশী। তদন্তে সামনে আসে, রাজা রঘুবংশীকে ভাড়াটে গুন্ডা লাগিয়ে খুন করে সোনম রঘুবংশী। দাদার দোকানে কাজ করা রাজ কুশওয়ার সঙ্গে সম্পর্কের জেরেই সোনম তাকে দিয়ে খুন করায়। রাজাকে খুন করিয়ে তাঁর দেহ পাহাড়ের গর্তে ফেলে দেয় সোনম। এরপর সেখান থেকে উত্তরপ্রদেশে পালিয়ে যায়। উত্তরপ্রদেশের এক ধাবা থেকে ধরা পড়ে সোনম রঘুবংশী।
সোনমকে জেরার পর প্রকাশ্যে আসে একের পর এক সত্যি। জানা যায়, রাজ কুশওয়াকে দিয়ে গুন্ডা ভাড়া করিয়ে সোনম খুন করায় রাজাকে। যে খুনের ঘটনা সামনে আসতেই প্রায় গোটা দেশ তোলপাড় হয়ে যায়।