এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার একাধিক বাড়িঘর ভেঙে পড়তে শুরু করেছে হিমাচল প্রদেশের কুলুতে। এক নাগাড়ে বৃষ্টির জেরে ধস শুরু হলে, কুলুর একাধিক বহুতল ভেঙে পড়তে শুরু করে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠছেন মানুষ। প্রসঙ্গত চলতি বর্ষার মরশুমে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিপর্যয় শুরু হয়েছে। হিমাচল প্রদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পাহাড় প্রমাণ বলে মন্তব্য করেন সেখানকার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুুকু।
VIDEO | Several buildings collapsed in Himachal Pradesh’s Kullu due to rain-triggered landslides in the district. More details are awaited.
(Source: Third Party) pic.twitter.com/hxDbYgzoQJ
— Press Trust of India (@PTI_News) August 24, 2023