দিল্লি, ১৭ জুন: হিমাচলের (Himachal Pradesh) পর উত্তরাখণ্ড (uttarakhand)। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী। ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে সতর্কতা। জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ, হরিদ্বার দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী। দেবপ্রয়াগ, হরিদ্বারে জারি করা হয়েছে সতর্কতা। এসবের পাশপাশি অলকানন্দা নদীর বাধ থেকে এক নাগাড়ে জল ছাড়ার জেরে দেবপ্রয়াগ, হরিদ্বার-সহ একাধিক এলাকায় যে কোনও মুহূর্তে বন্যা হতে পারে বলে চরম সতর্ক প্রশাসন।
এদিকে আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী ৫ দিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে এক নাগাড়ে অতি ভারি বৃষ্টি হবে। ফলে দেরাদুনে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরাখণ্ডের রাজধানী শহরের পাশাপাশি এ রাজ্যের আরও ১৩টি জেলাকে সতর্ক করেছে প্রশাসন। এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের একাধিক রাস্তায় ধস নামতে শুরু করেছে বলেও জানা যাচ্ছে।