Arvind Kejriwal (Photo Credit: ANI)

দিল্লি, ১৩ জুলাই: দিল্লির যে সমস্ত এলাকায় জল বাড়ছে, সেখানে স্কুল বন্ধ থাকবে। এমনই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক নাগাড়ে বৃষ্টির জেরে যখন যমুনার জল উর্দ্ধমুখী, সেই সময় বন্যা কবলিত এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে সমস্ত এলাকায় জল জমেছে, সেখানে সরকারি, বেসরকারি, সব স্কুল বন্ধ থাকবে। প্রসঙ্গত বুধবার রাত ১০টায় যমুনার জল ২০৮ মিটার উচ্চতা ছুঁয়েছে। এরপর থেকেই দিল্লির বহু নীচু এলাকায় জলের স্রোত বাড়তে শুরু করে। ফলে বৃহস্পতিবার সকালে ওয়াজিরাবাদ জল পরিশোধন কেন্দ্র পৌঁছন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Flood Fury In Delhi: যমুনা ফুঁসছে, জল ভরছে দিল্লিতে, কী বললেন কেজরিওয়াল

জল পরিশোধন কেন্দ্র চত্ত্বরে হু হু করে বন্যার জল ঢুকতে শুরু করায় তা বন্ধ করে দেওয়া হয়। জল কমতে শুরু করলেই, ফের মেশিন চালু করা হবে বলে জানান কেজরিওয়াল। তবে এই জল পরিশোধন বন্ধ থাকায়, কষ্ট হবে সাধারণ মানুষের। ফলে সাধারণ মানুষকে এই সময় কিছুটা হলেও কষ্ট সহ্য করতে হবে বলে জানা দিল্লির মুখ্যমন্ত্রী। এই প্রথম যমুনার জল ওয়াজিরাবাদের দিকে আসতে শুরু করেছে বলে জানান কেজরি।