দিল্লি, ১৩ জুলাই: এক নাগাড়ে বৃষ্টির জেরে যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে। যমুনার জলস্তর ক্রমশ বাড়তে শুরু করায়, দিল্লির একাধিক এলাকা বন্যা পরিস্থিতির সম্মুখীন। দিল্লির একাধিক এলাকা যখন জলমগ্ন তখন বৃহস্পতিবার সকালে ফের রাজধানীর মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে যাতে কোনও ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়, তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হলে, সাধারণ মানুষ যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সে বিষয়েও আবেদন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
#WATCH | Low-lying areas of Wazirabad face flooding as river Yamuna overflows and enters a few residential areas of Delhi. pic.twitter.com/bVXYWD0xIu
— ANI (@ANI) July 13, 2023
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, যমুনার জল বাড়তে শুরু করেছে। ফলে দিল্লির বিভিন্ন এলাকায় জল জমছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও ভরতে শুরু করেছে জলে। ফলে যে রাস্তাগুলি জলে ভরছে, সেগুলি বন্ধ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রশাসনকে সহযোগিতা করেন, সে বিষয়ে আবেদন করেন কেজরিওয়াল।