দিল্লি, ১২ জুলাই: বৃষ্টি (Rain) কার্যত প্রচণ্ড রূপ দেখাতে শুরু করেছে প্রায় গোটা উত্তর ভারত (North India) জুড়ে। যার মধ্যে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) অবস্থা সবচেয়ে ভয়াবহ। জানা যাচ্ছে, হিমাচলের পরিস্থিতি যখন বিগড়াতে শুরু করেছে, সেই সময় কাসোলে আটকে পড়েছেন ১৫ জন রাশিয়ার পর্যটক। কাসোলে যে ১৫ বিদেশি পর্যটক আটকে রয়েছেন, প্রশাসনের তরফে তাঁদের সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, রাশিয়ার ওই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। রাশিয়ার ১৫ জন পর্যটকের সঙ্গে যখন সংযোগ করা যাবে, তখন এ বিষয়ে দূতাবাসকে জানানো হবে।
#WATCH | Manali: Flash floods in Himachal Pradesh witnessed following incessant rainfall in the state, causing landslides & bridge collapse. pic.twitter.com/F8kfJjz1CD
— ANI (@ANI) July 11, 2023
আরও পড়ুন: Rain Fury: বাড়ছে জলস্তর, উত্তরাখণ্ডে নদী ভাসিয়ে নিয়ে গেল বাড়ি, দেখুন ভিডিয়ো
হিমাচল প্রদেশের সর্বত্র বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে রাখা হয়েছে নজর। হিমাচলের সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও যাতে নিরাপদে রাখা যায়, সে বিষয়ে সমস্ত ধরনের তোড়জোড় করা হচ্ছে বলে জানানো হয় প্রশাসনের তরফে।