নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর: প্রত্যাশা অনুযায়ী বাড়ল রেলের (Rail) ভাড়া (fare)। তবে লোকাল ট্র্নের বাড় বাড়নো হয়নি। বাডানো হয়নি সংরক্ষণের চার্জ, সুপার ফাস্ট চার্জ ও মান্থলি টিকিটের দাম। ১ জানুয়ারি থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে আগে যারা টিকিট কেটেছে। তাদের নতুন ভাড়া দিতে হবে না। এর আগে ২০১৪-২০১৫ সালে শেষবার রেলের ভাড়া বেড়েছিল। রেলের তরফে মঙ্গলবার সন্ধেয় এক বিজ্ঞপ্তিতে ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে বেসিক ভাড়া বাড়িয়েছে রেল।
সাধারণ নন এসি, নন সাবআরবান ট্রেনের বাড়ি বাড়ছে ১ পয়সা প্রতি কিলোমিটার। অন্যদিকে নন এসি মেল, এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। এসি মেল, এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৪ পয়সা।আরও পড়ুন: Nirmala Sitharaman Forms National Infrastructure Pipeline: ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, আগামী ৫ বছরের প্রকল্পের জন্য ১০৫ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র
Ministry of Railways: There shall be no fare hike for passengers over suburban sections & season ticket holders. Increase in fare per kilometre is 1 paisa for Ordinary non-AC classes, 2 paisa for Mail/Express trains in non-AC classes and 4 paisa in AC classes. https://t.co/3sd126ByQh
— ANI (@ANI) December 31, 2019
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া বাড়ছে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, হামসফর, মহামানা, গতিমান, অন্ত্যোদয়, গরিব রথ, জন শতাব্দী, রাজ্য রানি, যুবা এক্সপ্রেস, সুবিধা এবং অন্য স্পেশাল ট্রেনগুলিতে। এছাড়া ভাড়া বাড়ছে এসি মেমু (শহরতলি নয়) এবং এসি ডেমু ট্রেনে (শহরতলি নয়)।