জলগাঁওয়ের পরধাড়ে স্টেশন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বুধবার বিকেলে পুষ্পক এক্সপ্রেসে(Pushpak Express) ভয়াবহ দুর্ঘটনা। রেল লাইনে দাঁড়ানো যাত্রীদের পিষে দিল ট্রেন। এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০। মৃতদের পরিবার পিছু ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেল মন্ত্রকের। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসার পর যাঁদের ছেড়ে দেওয়া হয় তাঁদের ৫ হাজার টাকা দেওয়া হবে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে। অন্যদিকে মহারাষ্ট্র সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

লাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের চাপা দিয়ে চলে গেল অন্য ট্রেন

প্রসঙ্গত, এ দিন উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাড়ে স্টেশনের কাছে পুষ্পক এক্সপ্রেস পৌঁছলে, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। চেন টেনে ট্রেন দাঁড় করান যাত্রীরা। এর ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে পাশের রেললাইনে নেমে পড়েন বেশকিছু যাত্রী। সেই সময়ই উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের উপর দিয়ে চলে যায়। মৃত্যু হয় ১২ জনের। গুরুতর জখম হন আরও ১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। মধ্য রেলের প্রধান মুখপাত্র স্বপ্নীল নীলা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায় পুষ্পক এক্সপ্রেসে। এরপরই কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। তখনই উল্টো দিক থেকে কর্নাটক এক্সপ্রেস তাঁদের ধাক্কা মেরেছে।"

মহারাষ্ট্রের জলগাঁওতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বহু যাত্রীর